টোকিও অলিম্পিক ভিলেজে ঈদ উদযাপন মুসলিম অ্যাথলিটদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

176054-بعثة-اولمبياد

নিউজ ইভেন্ট : জাপানের টোকিওর অলিম্পিক ভিলেজে উদযাপন করা হলো পবিত্র ঈদ-উল-আজহা। মঙ্গলবার সেখানে কোরবানির ঈদ পালন করলেন ইরান, পাকিস্তান, সৌদি আরব, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে অলিম্পিকে অংশ নিতে টোকিওতে অবস্থানরত অ্যাথলিটরা।

সকালে অলিম্পিক ভিলেজেই ঈদের নামাজ পড়েন বিভিন্ন দেশের মুসলিম অ্যাথলেট এবং কর্মকর্তারা। টোকিওতে কোভিড সংক্রমণের হার বেড়ে গেলেও এ সময় স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনুষ্ঠানিকতায় যোগ দেন অ্যাথলেটরা। পরে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

অলিম্পিক শুরুর দিনেই ২৩ জুলাই মাঠে নামতে হবে বিভিন্ন দেশের অ্যাথলিটদের।
করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের পর্দা উঠবে আগামী ২৩ জুলাই। মেগা আসরে অংশ নিতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যাথলেটরা আসতে শুরু করেছেন।

যদিও জাপানে করোনার তৃতীয় ঢেউ বিরাজ করছে। দেশটিতে এখন পর্যন্ত আট লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যেখানে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১৫ হাজারেরও বেশি নাগরিক। এবারের আসরে করোনা ভাইরাসের হুমকি মাথায় রেখে দর্শক শূন্য ভাবে ম্যাচ আয়োজন করছে জাপান সরকার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর