মুসলিম বিদ্বেষী মন্তব্যকারী হিতেন্দ্র রুদ্র পালের বিরুদ্ধে গর্জে উঠলো মুসলিম স্টুডেন্ট ফেডারেশন

পাথারকান্দি,জামিল হোসেন,১৫ অক্টোবরঃ

এক সংবাদ মাধ্যম ডেকে মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের করিমগঞ্জ জেলা কমিটির প্রেস ও স্যোশাল মিডিয়া ইনচার্জ জহরুল হুসাইন তালুকদার কয়েকজন কর্মকর্তাকে পাশে বসিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়কের ঘনিষ্ঠ কংগ্রেসের টিকিটে নির্বাচিত মাইজগ্ৰাম জিপির সভাপতি হিতেন্দ্র রুদ্র পাল যে মুসলিম বিদ্বেষী মন্তব্য করছেন সেটার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। এবং জহরুল তালুকদার বলেন, হিতেন্দ্র রুদ্র পালের কথা থেকে প্রকাশ পেয়েছে যে তিনি এই মুসলিম বিদ্বেষী কথাগুলো কয়েকদিন আগে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সামনেও বলেছিলেন কিন্তু সবসময় ধর্ম নিরপেক্ষেতার জয়গান গাওয়া বিধায়ক ও নিশ্চুপ ছিলেন। তাই তিনি বিধায়ককে এর জন্য দায়ী করেন। জহুরুল তালুকদার মুসলিম বিদ্বেষী মন্তব্যের জন্য হিতেন্দ্র রুদ্র পালকে প্রকাশ্য ক্ষমা চাইতে বলেন অন্যথায় মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের করিমগঞ্জ জেলা কমিটি আইনের দ্বারস্থ হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

Latest articles

Related articles