
ভিসির মুসলিম বিদ্বেষী বিতর্কিত বক্তব্যের সমালোচনা করায় মুসলিম ছাত্রীকে সাসপেন্ড, আম্বেডকর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষোভ
দিল্লি, ২৫ মার্চ: দিল্লির আম্বেডকর বিশ্ববিদ্যালয়ে (AUD) এক ছাত্রীর সাসপেনশনকে ঘিরে উত্তাল ক্যাম্পাস। গ্লোবাল স্টাডিজে স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রী মন্তাশাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে উপাচার্য অ্যানু সিংহ লাঠেরের বক্তব্যের সমালোচনা করায়। বামপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA) অভিযোগ তুলেছে, “মুসলিম নারী হওয়ায় তাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে।”
গণতন্ত্র দিবসে উপাচার্য লাঠের তাঁর ভাষণে বাবরি মসজিদ ধ্বংসকে “৫২৫ বছরের আন্দোলন” আখ্যা দেন। এছাড়াও তিনি দাবি করেন, “খ্রিস্টধর্মের উৎপত্তি ভারতে” এবং দলিত সম্প্রদায়কে আম্বেডকরের ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য দায়ী করেন। এই মন্তব্যের প্রতিবাদে AISA-সহ ছাত্র সংগঠনগুলি ২৮ জানুয়ারি ইমেইলের মাধ্যমে বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে উপাচার্যের বক্তব্যকে “সাম্প্রদায়িক, বর্ণবিদ্বেষী ও ঐতিহাসিকভাবে ভুল” বলে উল্লেখ করা হয়।
কী বলছে বামপন্থী ছাত্র সংগঠন AISA?
AISA-র ক্যাম্পাস সচিব সাইয়েদ বলেন, “একই বিবৃতি অন্যান্য ছাত্রসংগঠনও দিয়েছিল। কিন্তু শুধু মন্তাশাকেই শাস্তি দেওয়া হলো কেন? এটা সুপরিকল্পিত হয়রানি।” ১৭ ফেব্রুয়ারি মন্তাশাকে শো-কজ নোটিস দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় প্রদত্ত স্টুডেন্ট ইমেইল আইডি বন্ধ করে দেওয়া হয়। ২৭ ফেব্রুয়ারি তাকে মাত্র ১৮ ঘণ্টা নোটিশে শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হতে বলা হয়। কমিটির এক সদস্য তাঁকে জিজ্ঞাসা করেন, “তুমি মুসলমানদের ঠিকাদার নাকি?”। অভিযোগ রয়েছে, কমিটিতে মহিলা সদস্য ছিলেন মাত্র একজন, যিনি অনলাইনে যুক্ত ছিলেন।
মন্তাশার থিসিস জমা দেওয়ার শেষ মুহূর্ত। সাসপেনশন উঠে না গেলে এক বছর পিছিয়ে যাবে তাঁর পড়াশোনা। তিনি আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। AISA-র পক্ষ থেকে বলা হয়েছে, “প্রশাসনের এহেন দমননীতি মেনে নেওয়া হবে না।”
২৪ মার্চ AISA-র নেতৃত্বে উপাচার্যের দপ্তরের সামনে বিক্ষোভ করে ছাত্ররা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডেকে আনে। ছাত্রনেতাদের সঙ্গে রেজিস্ট্রারের বাকবিতণ্ডারও অভিযোগ রয়েছে। ১ এপ্রিল থেকে AISA অনির্দিষ্ট ধর্মঘটের ডাক দিয়েছে।
মন্তাশা বলেছেন, “আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। তবে সময় খুব কম।” প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।