গোহত্যার অভিযোগে মারধর ও ভাংচুর, হিমাচল ছাড়ছেন মুসলিম ব্যবসায়ীরা

গোহত্যার অভিযোগে হিমাচল প্রদেশের নাহান শহরে এক মুসলিম ব্যবসায়ীর দোকানে হামলা চালায় হিন্দুত্ববাদীরা। সেই ঘটনাটি তদন্ত করে পুলিশ জানিয়েছে ওই ব্যবসায়ী গরু জবাই করেননি। তিনি আইনত অনুমোদিত মহিষ জবাই করেছেন।

কিন্তু ইতিমধ্যেই গোহত্যার অভিযোগে সাম্প্রদায়িক উত্তেজনার ছেড়ে শহর ছেড়ে পালাতে শুরু করেছেন নাহানের মুসলিম বিক্রেতারা।

মুসলিম নেতারা জানান, উত্তরপ্রদেশের বাসিন্দা জাভেদের দোকানে হামলার পর অন্য মুসলিম ব্যবসায়ীরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। তাদের অভিযোগ পুলিশের উপস্থিতিতেই দোকান ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

ওই হামলার সময় জাভেদ দোকানে উপস্থিত ছিলেন না। ঈদের কারণে তিনি উত্তরপ্রদেশে ছিলেন।

শামলির পুলিশ সুপার জানিয়েছেন, জাভেদকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

Latest articles

Related articles