নদিয়ার শান্তিপুরে মানসিক অবসাদে,ছেলের গায়ে আগুন ধরিয়ে নিজে আত্মঘাতী হলো মা

নাজমুল সর্দার,এনবিটিভি,নদিয়া : নদিয়া জেলার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া-১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়া চটকাতলা এলাকায় পেশায় তাঁত শ্রমিক দীপক বসাকের স্ত্রী জয়ন্ত বসাক বয়স 46 এবং তার একমাত্র সন্তান 22 বছর বিশ্বজিৎ বসাক আজ ছটা নাগাদ গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরানোর অস্বাভাবিক ঘটনা খেয়াল করে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায় দীপক বসুর দুটি ঘরের মধ্যে একটি ঘরে বিশ্বজিৎ ঘুমিয়ে ছিলো, প্রথমে তার মা জয়ন্তী দেবী বিছানার তোষকে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে বাইরের দিক থেকে দরজায় তালা মেরে আরেকটি ঘরে গিয়ে নিজে গায়ে আগুন দেন ওই একই সময়ে।
মানসিক অবসাদ নাকি ! অন্য কিছু রহস্য ? পারিবারিক সূত্রে মানসিক অবসাদের দু-একবার দৃষ্টান্ত পেলেও এতটা নির্মম হওয়ার মতন বদ্ধ পাগল তিনি ছিলেন না এমনটাই মনে করেন এলাকাবাসী। ঘটনার সাথে সাথে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা জয়ন্তী দেবীকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত ছেলে বিশ্বজিৎ কে চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়। শান্তিপুর থানার প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে।

Latest articles

Related articles