জাতীয় বাংলা সম্মেলনের সহযোগিতায় রাজস্থান থেকে ঘরে ফিরলেন শ্রীমতী অনুমতি হাতি

এনবিটিভি ডেস্ক: একজন সাধারণ বাঙালি মহিলা শ্রীমতি অনুমতি হাতি কিছুদিন আগে কাজের সূত্রে রাজস্থান যান ওখানকার একটি পরিবারের কাছে। বেশ কিছুদিন কাজ করার পর তার ওপর ওই পরিবার অত্যাচার করে, ওনাকে শারীরিক ভাবে ও মানসিক ভাবে হেনস্থা করে। শ্রীমতি অনুমতি হাতির স্বামী শ্যামল হাতি জাতীয় বাংলা সম্মেলনের সাথে যোগাযোগ করেন এবং ওনাকে ফিরিয়ে আনার জন্য সাহায্য চান। জাতীয় বাংলা সম্মেলন ডোমজুড় থানাতে যায় এবং অভিযোগ দায়ের করে। এর পরে ডোমজুর থানার পক্ষ থেকে রাজস্থানের নোখা থানায় যোগাযোগ করা হয়। শ্রীমতি অনুমতি হাতিকে উদ্ধার করে ওখানকার নোখা থানার পুলিশ। জাতীয় বাংলা সম্মেলনের প্রতিনিধি দল রাজস্থানে গিয়ে অনুমতি হাতিকে উদ্ধার করে আজ ভোরে তার পরিবারের সাথে যোগাযোগ করান এবং ওনাকে ওনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

Latest articles

Related articles