‘নতুন আলো’ র বৃক্ষ রোপন কর্মসূচী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200714-WA0042

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি: সেচ্ছাসেবী সংস্থা ‘নতুন আলো’র উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হলো বৃক্ষ রোপন কর্মসূচী। চলবে ২১ জুলাই পর্যন্ত। এদিন ‘নতুন আলো’র সদস্যরা চাঁচল মহকুমার মালতিপুর, জালালপুর,বলরামপুর,যদুপুর , মতিহারপুর সহ বিভিন্ন এলাকার মন্দির, মসজিদ ও স্কুল প্রাঙ্গণে মেহগনি,রিঠা, শিশু সহ প্রায় শতাধিক বৃক্ষ রোপন করেন।

নতুন আলোর সদস্য বদরু জামাল, সফিকুল আলম ও রাজিব আলি জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষ নিজেকেই নিয়ে এবং কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় তা নিয়ে বেশ ব্যস্ত। কিভাবে খেয়ে,পড়ে ভাল ভাবে বাঁচা যায় সেটাই হয়ে উঠছে মানুষের আসল জীবন যুদ্ধ। কিন্তু মানুষ যে পরিবেশে গড়ে তুলেছে বসবাস করছে সেই পরিবেশ বাচাঁতে কিংবা কতদিন টিকে থাকবে তা নিয়ে কি কখনো ভাবেনি। পরিবেশের উপর জলবায়ু, গাছপালা, পশু পাখি,মাটি ও পানি এসব উপাদনের উপর নির্ভর করে। গাছ মানুষের বেচেঁ থাকার জন্য শুধুই অক্সিজেন দেন না, পরিবেশ টিকে থাকার জন্য পরিবেশের অন্যান্য উপাদানের মধ্যে গাছপালা অতীব প্রয়োজন। পৃথিবীকে সবুজ করে তোলার জন্যই নতুন আলোর এমন উদ্যোগ ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর