রাত পোহালেই নির্বাচন আমেরিকায়, সমীক্ষায় এগিয়ে বাইডেন, আইনের দ্বারস্থ হব বলে হুমকি ট্রাম্পের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201102-WA0008

এনবিটিভি ডেস্ক: নভেম্বরের প্রথম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকা। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে হচ্ছে এবারের নির্বাচন, কার হাতে থাকবে হোয়াইট হাউসের রাশ? আপাতত চলছে তারই চুলচেরা বিশ্লেষণ।

আমেরিকানদের মন বুঝে নির্বাচনের ফলের পূর্বাভাস দিয়েছে বিভিন্ন সংস্থা। এদের প্রায় প্রত্যেকেই সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে দেখাচ্ছেন জো বাইডেনকে। এদের সমীক্ষায় ট্রাম্পকে পেছনে ফেলে বাইডেন এগিয়ে গিয়েছেন অনেকখানি।
রয়টার্সের সমীক্ষা অনুযায়ী, বাইডেন পাবেন ৫১ শতাংশ ভোট আর ট্রাম্প মাত্রই ৪২ শতাংশ। নিউ ইয়র্ক টাইমসের সমীক্ষায়ও ফ্লোরিডা, পেনসিলভানিয়ার মতো বড় ও গুরুত্বপূর্ণ প্রদেশগুলিতে এগিয়ে বাইডেনই।

তবে এগিয়ে থাকলেই যে কুরসী মিলবে, তা নয় এগিয়ে থেকেও অনেকেই হেরেছেন ইলেকটোরাল কলেজ ভোটে। ১৬র নির্বাচনে হিলারি ক্লিনটন ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন ৩০ লক্ষেরও বেশি ভোটে। যদিও শেষমেষ জয়ী হন ট্রাম্প। এবার আবার কি হয়, এখন তাই দেখার!

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর