করোনা আবহে জৌলুশহীন ভাবেই দুর্গোৎসব পালন মুর্শিদাবাদের ইসলামপুর শীতলা মন্দিরের দূর্গাপূজো।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-09-23 at 11.34.19 PM

বিশ্বজিৎ কর্মকার, ইসলামপুরঃ বছর দুয়েক আগেও হয়তো কেও ভাবেননি বাঙালীর অন্যতম বড় উৎসব দূর্গাপূজোতেও আসবে বিধিনিষেধ। করোনা পরিস্থিতিতে বদলেছে অনেক কিছুই। তার প্রভাব পড়েছে দূর্গোৎসবেও। তাই বলে কি পূজোর আনন্দ থেকে বঞ্চিত হবে সকলে? না, মুর্শিদাবাদের ইসলামপুরের শীতলা মন্দিরের কর্মকর্তারাও তাই এলাকাবাসীকে আনন্দ দিতে পিছুপা হননি এবারও। হোক না একটু কম আলো, হোক না আগের থেকে প্যান্ডেলের পরিধি একটু ছোট, কিন্তু মা তো মা ই হয়। তাই আড়ম্বর কমিয়ে সরকারি বিধিনিষেধ মেনেই ইসলামপুরের শীতলা মন্দিরের দুর্গা পূজোর আয়োজন চলছে জোর কদমে।

প্রায় ৩০ বছর যাবৎ হয়ে আসছে ইসলামপুরের এই দূর্গা উৎসব। ডোমকল মহকুমার নামকরা পূজো গুলোর মধ্যে জায়গা করে নেয় শীতলা মন্দিরের পূজোও। তবে গত বছর থেকে বাড়তি আয়োজন না করে জোর দেওয়া হয়েছে প্রতিমার রূপে। এবারও দূর্গার নয় টি রূপের প্রতিষ্ঠা পাবে প্রতিমার মাধ্যমে, এমনটাই জানান পূজো উদ্যোক্তাদের এক সদস্য।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর