হিজাব পরে ক্লাসে যেতে না দেওয়ায় চাকরি ছাড়লেন কলকাতায় একটি বেসরকারি আইন কলেজের শিক্ষিকা। প্রথমে কতৃপক্ষ থাকে হিজাব পরে ক্লাসে যেতে বাঁধা দেয়। পরবর্তীতে তাকে স্কার্ফ পরে ক্লাসে যাওয়ার অনুমতি দিলেও চাকরি করতে অস্বীৃকতি জানান তিনি।
কলেজে কতৃপক্ষ জানিয়েছে তারা শিক্ষিকার সিদ্ধান্তকে সম্মামন করছেন।
শিক্ষিকা সানজিদা কাদের জানান “পুনরায় যোগদান না করার সিদ্ধান্তটি জানিয়ে কলেজ কতৃপক্ষকে একটি ইমেইল পাঠিয়েছেন।
টালিগঞ্জের এলজেডি ল কলেজের কতৃপক্ষ গত ১০ জনু তাকে জানায়, তিনি অনুষদের জন্য ড্রেস কোড মেনে তার স্বাভাবিক দায়িত্ব আবার শুরু করতে পারেন এবং “তার ক্লাস চলাকালীন, তিনি মাথার স্কার্ফ হিসাবে দুপাট্টা ব্যবহার করতে পারেন।
এরপরও তার চাকরিতে যোগদান না কার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে কলেজ কতৃপক্ষ।