উত্তর পূর্ব সীমান্ত রেলের সুরক্ষা বাহিনীর হাতে উদ্ধার অপহৃত নাবালিকা, গ্রেফতার এক শিশু পাচারকারী

এনভিটিভি ডেস্ক: গুয়াহাটি রেলওয়ে স্টেশনে কর্তব্যরত আরপিএফ এর কনস্টেবলটি ও সিং এর হাতে উদ্ধার হয়েছে এক নাবালিকা । স্টেশনে সিসিটিভি নিয়ন্ত্রণ কক্ষে ঐ কনস্টেবল এর চোখে পড়ে সন্দেহজনক ভাবে এক ব্যক্তি একটি নাবালিকা মেয়েকে নিয়ে এসেছে। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তব্যরত কনস্টেবল এল রামানন্দ সিংকে জানান । রামানন্দ সিং গুয়াহাটি রেলস্টেশনের মূখ্য টিকিট পরিদর্শকের সাথে কথা বলে সরেজমিনে নাবালিকার ঐ ব্যক্তির সন্দেহজনক আচরনের উপর গুরুত্ব দিয়ে নজর রাখতে বলেন। নাবালিকার সাথে কথা বলে সে জানায় আগে কখনও ঐ ব্যক্তিকে দেখে নি। তাছাড়া ঐ ব্যক্তি জোর করে তার ঘর থেকে চেন্নাই নিয়ে যাবে বলে পালিয়ে নিয়ে এসেছে। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর থেকে নাবালিকাটি নিখোঁজ ছিল। অন্য দিকে, প্রয়োজনীয় চিকিৎসা এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রেলওয়ে সুরক্ষা বাহিনীর পরিদর্শক উদ্ধার হওয়া নাবালিকা এবং সুনীল ঠাকুর নামের ধৃত ব্যক্তিকে গুয়াহাটি জিআরপিএফ থানায় সমঝে দিয়েছেন । মেয়ে পাচারকারী সুনীলের বিরুদ্ধে উপযুক্ত আইনে মামলা রুজু করা হয়েছে।

Latest articles

Related articles