পেয়াঁজের দামে হাত পুড়ছে মধ্যবিত্তের,হায়দ্রাবাদে 120 টাকা কেজি। উৎসবের মরসুমে বাড়তে পারে আরও

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201022-WA0020

এনবিটিভি: দেশজুড়ে অগ্নিমূল্য পেয়াঁজ। কলকাতায় কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা প্রতি কেজি। হাওড়া, হুগলির বিভিন্ন বাজারেও পেয়াঁজ কিনতে গিয়ে হাত পুড়ছে ক্রেতার।

সূত্রের খবর, বৃহস্পতিবার হায়দরাবাদের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে 120 টাকা কেজি দরে। দিন কয়েকের মধ্যে অতি প্রয়োজনিয় এই সবজিটি ছুঁতে পারে 150র কোঠা।
কি কারণে হঠাৎই অগ্নিমূল্য হয়ে উঠল পেঁয়াজ? ব্যবসায়ীদের দাবি, দেশের পেয়াঁজের একটা বড় অংশ ই আসে মহারাষ্ট্র থেকে. এবার সেখানেই প্রবল বৃষ্টি হয়েছে। তার জেরে মার খেয়েছে পেয়াঁজের উৎপাদন। সেই কারণেই দাম বাড়ছে হু হু করে। চেন্নাই, দিল্লি, কলকাতা, তেলেঙ্গানা সর্বত্রই একই ছবি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর