এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের রুটমার্চ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210304-WA0011

হাসিবুর রহমান, ক্যানিং: ২০২১ এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে ,আর তার সঙ্গে সঙ্গে রাজনীতির পারাদ বেড়েই চলেছে রাজ্য রাজনীতিতে ।রাজ্য রাজনীতিতে খুব অল্প দিনেই নতুন মুখ হিসেবে ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে আইএসএফ পীরজাদা আব্বাস সিদ্দিকী দল। কয়েকদিন আগে ব্রিগেডের জনসভায় বাম কংগ্রেস সঙ্গে আব্বাস সিদ্দিকীর আইএসএফ এর জোটের ঝড় তুলেছিল সেখানে। ব্রিগেডে যাওয়াকে আটকানোর জন্য অনেক চেষ্টা চালালেও, ব্যর্থ হয়েছিল শাসক দল, তারপরেও ব্রিগেড পৌছে যায় বহু মানুষ ।

খবর সূত্রে জানা যায়, সেই জন্য শাসক দল ব্রিগেডে যাওয়া মানুষদের তল্লাশি চালাচ্ছে। পাশের অঞ্চল দুর্গাপুর আইএসএফ আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে তৃণমূলের কোনো কারণবশত দুটো দলের সদস্য দের মধ্যে বচসা শুরু হয়,ফলে কয়েক জনের মাথা ফেটেছে, আর বেশ কয়েকজন জেলেও আছে। ঝামেলার পর থেকে নজর রেখেছে প্রশাসন তৎপর এদিন সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়নপুর অঞ্চল জুড়ে টহল দিতে দেখা গিয়েছিল তাদের। সেইসাথে বাহিনীর রুটমার্চের সাথে সাথে বুথগুলো পরিদর্শন করেন তারা এবং এলাকার নারী পুরুষের কাছে জানতে চান – ভোট দেয়ার জন্য কোনো চাপ সৃষ্টি করছে কিনা? বাইরের মানুষ জন আসছে কিনা ?কোন ভয় ভীতি দেখাচ্ছে কিনা? অপরিচিত ব্যক্তিকে দেখলে আমাদের খবর দেবেন, আপনারা যেখানে সেখানে ঘোরাফেরা করবেন না , এই এলাকায় কোন সমস্যা থাকলে লোকাল পুলিশের জানাবেন। নির্বিঘ্নে ভোট দিতে যাবেন ।আমরা আছি আপনাদের পাশে এই আশ্বাস জোগান রুটমার্চ বাহিনীর সদস্যরা ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর