গরীবদের বস্ত্র বিতরণ ইনসানিয়াত ওয়েল ফেয়ার সোসাইটির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201004-WA0022

এনবিটিভি ডেস্ক, পশ্চিম বর্ধমান, আসানসোল: পুরনিগমের ২৬ নং ওয়ার্ডের ওকে রোড, নিমতল্লা মোড়ের কাছে রবিবার ইনসানিয়াত ওয়েল ফেয়ার সোসাইটির অধীনে গরীব দুঃস্থদের মাঝে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার জনগণের সেবার জন্য সর্বদা প্রস্তুত এবং সকল দলীয় কর্মী ও নেতাদের জনগণকে সাহায্যের জন্যে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি বিজেপিকে কটূক্তি করে বলেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন এবং এখনও তাঁর জীবন যাপন সাধারণের মত ৷ অন্যদিকে, আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদী তাঁর পোশাকের জন্য কয়েক লাখ টাকা ব্যয় করেন। আজ, বিজেপি শাসনের প্রতি উত্তর প্রদেশের মানুষ আস্থা হারাচ্ছে এবং তার থেকে মুক্তি পেতে চাইছে । জনগণকে প্রকৃত অর্থে কোন নেতা নির্বাচন করবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ৷ এই অনুষ্ঠানে তৃণমূলের নর্থ ব্লক ২ এর সভাপতি উৎপল সিনহা, হাজী শাকিল মাস্টার, বেলাল খান, শাহ আলম, আলম কাদিরী, ফানসাবি আলি সহ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর