পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। খারাপ স্বাস্থ্যের জন্যই পদ থেকে সরে যাচ্ছেন তিনি। আবেই জাপানের সবথেকে বেশি সময় পদে থাকা প্রধানমন্ত্রী তিনি। তাঁর আগে আবের প্রপিতামহ এইসাকু সাতো ৫০ বছর প্রধানমন্ত্রী ছিলেন।
সাংবাদিকদের ৬৫ বছরের আবে বলেন, জনগণের জন্য ভালো সিদ্ধান্ত না নিতে পারলে পদে থাকা ঠিক নয়। তাই সরে যাচ্ছি। বহু বছর ধরে তিনি আল্ট্রা আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন। গত একসপ্তাহে তিনি দুবার হাসপাতালে গিয়েছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
তাঁর পদত্যাগের খবরে জাপানের নিক্কেই শেয়ারবাজারে ২.১২ শতাংশ নেমে গিয়েছে। আবের আমলেই শেয়ারবাজারের মূল্যায়ণ দ্বিগুণ হয়েছে।