নিজের বেতনের অর্ধেকের বেশি ট্যাক্স দেন রাষ্ট্রপতি, জানালেন তার মাসিক বেতন ও

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

FB_IMG_1624881743634

নিউজ ডেস্ক : ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ দেশের সব থেকে উচ্চ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি। শুধু তাই না তিনি সব থেকে উচ্চ বেতনধারী সরকারি ব্যক্তিত্ব। তাই অনেকের মনে তার সরকারি বেতন সম্পর্কে কৌতুহল আছে। এবার সেই কৌতুহল দূর করলেন তিনি নিজেই। এক অনুষ্ঠানে তিনি জানান তার মাসিক বেতন ৫ লাখ টাকা।

তিনি এও জানান, তার মাসিক বেতনের অর্ধেকের বেশি চলে যায় ইনকাম ট্যাক্স দিতে। নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অনেকে ভাবে আমার বেতন কত না বেশি। কিন্তু কেউ জানে না আমাকে কত ট্যাক্স দিতে হয়। আমার বেতন ৫ লাখ টাকা। তবে এর মধ্যে ২,৭৫০০০ টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়। এই দিক থেকে আমার থেকে বেশি আয় করেন কেন্দ্রের যে কোনো সচিব। এমনকি যারা শিক্ষক হন তারাও আমার থেকে সঞ্চয় করতে পারেন।

উল্লেখ্য, বিহারের এক গ্রাম্য অঞ্চলের বাসিন্দা রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ দলিত শ্রেণীর অন্তর্ভুক্ত। তিনি কিছুদিন আগে নিজের গ্রামে পৌঁছে ভারতীয় গণতন্ত্রকে ধন্যবাদ জানান তার মতো গ্রামের প্রতিনিধিকে রাষ্ট্রপতির পদমর্যাদায় উন্নীত করার জন্য।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর