এনবিটিভি, ওয়েব ডেস্ক: বোরখা পরা ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেওয়ায় বিক্ষোভ মুম্বাইয়ের চেম্বুরে এনজি আচার্য এবং ডিকে মারাঠে কলেজে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ছড়ায় চাঞ্চল্য। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে ছাত্রীরা কলেজে ঢুকতে পারেন।
প্রিন্সিপাল বিদ্যা গৌরী লেলে বলেন, “গত ১ মে বৈঠকে অভিভাবকদের নতুন পোশাক বিধির কথা জানানো হয়েছিল। এও জানানো হয় যে বোরখা, হিজাব, স্কার্ফ নিষিদ্ধ। বৈঠকে সকলেই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। তাঁরাই এখন প্রতিবাদ করছেন। যদি কোনও ছাত্রী নিয়ম মানতে না চান, তবে অনায়াশে এই কলেজ ছাড়তে পারে।
যদিও মুসিলম ছাত্রীদের একাংশের বক্তব্য, ধর্মীয় কারণে বোরখা এবং হিজাব পরা অভ্যাস তাঁদের এবং তারা কলেজে কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আবেদন করেছিলেন।
দিনশেষে কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়, “ধর্মীয় ভাবাবেগ এবং নিরাপত্তার কারণে বোরখা-হিজাব-স্কার্ফ পরে কলেজে ঢোকা যাবে। তবে ক্লাসে ঢোকার আগে তা শৌচালয়ে খুলে আসতে হবে। কলেজ ছাড়ার আগে তা আবার পরতে পারবেন ছাত্রীরা।”