প্রকাশিত হল “অনন্য জননায়ক সৈয়দ বদরুদ্দোজা”

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210315-WA0018

হাসান বাসির ও শামসুল হালসানা,বহরমপুর : বিস্মৃত প্রায় মানবদরদি রাজনীতিবিদ সৈয়দ বদরুদ্দোজার জীবন ,কর্ম ও তাঁর সংসদীয় রাজনীতির কার্যাবলী সম্পর্কীয় বহু  তথ্য নিয়ে বহুপ্রতীক্ষিত স্মারকগ্রন্থ “অনন্য জননায়ক সৈয়দ বদরুদ্দোজা” আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ১৪ ই মার্চ,২০২১, রবিবার,বেলা ২.৩০ বহরমপুর গ্রান্ট  হলে। বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন বিশ্বকোষ পরিষদের সম্পাদক পার্থ সেনগুপ্ত মহাশয়। এই গ্রন্থটি একটি গবেষণামূলক গ্রন্থ। প্রায় ৫২ জন সমগ্র পশ্চিমবঙ্গের   বিভিন্ন জেলা থেকে প্রবীণ  ও নবীন  লেখকদের লেখা নিয়ে এই গ্রন্থটি সংকলিত হয়েছে। আজকে এই গ্রন্থ প্রকাশনা উপলক্ষে একটি আলোচনা চক্রের (আলোচ্য বিষয়: বর্তমান ভারতে সাম্প্রদায়িকতার বিপদ: বিপন্ন গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা”)আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের ফুলের তোড়া ও ব্যাজ পরিয়ে  মঞ্চে বরণ করার পর ,আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভেই উদ্বোধনী সংগীত গেয়ে শোনান অভিরূপ বিশ্বাস মহাশয়। তারপর শোক প্রস্তাব পাঠ করেন বিশিষ্ট গণিতের শিক্ষক ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর সমীরউদ্দিন সরকার মহাশয়।এরপর স্বাগত ভাষণ দেন এবং এই গ্রন্থের প্রকাশনা সম্পর্কে কিছু বলেন সৈয়দ বদরুদ্দোজা অতিক্রান্ত শতবর্ষ সমিতির  সম্পাদক বিপ্লব বিশ্বাস মহাশয়।বর্তমান অমানবিক রাজনৈতিক  প্রেক্ষিতে সৈয়দ বদরুদ্দোজার প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন পার্থ সেনগুপ্ত(সম্পাদক বিশ্বকোষ পরিষদ), ডক্টর সাইফুল্লাহ শামীম (বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ ,আলিয়া বিশ্ববিদ্যালয় ,কলকাতা), সিরাজুল ইসলাম ( অধ্যাপক,তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগ ও দর্শন বিভাগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়), এবং আরো দুই-একজন।   সৈয়দ বদরুদ্দোজার স্মৃতির উদ্দেশ্যে লেখা তার নিজের মেয়ের পাঠানো কবিতা পাঠ করে শোনান এবং সৈয়দ বদরুদ্দোজার প্রসঙ্গে দু’চারটে কথা বলেন শিক্ষক গবেষক হাসিবুর রহমান। দুজন বক্তা  বক্তব্য রাখার মাঝে সৈয়দ বদরুদ্দোজাকে শ্রদ্ধা জানাতে স্বরচিত গান গেয়ে শোনান  এবং তার মানবিক রাজনীতির দিকটি দু এক কথা তুলে ধরেন   শিক্ষক সামসুল হালসানা। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব।সমগ্র অনুষ্ঠানটি মসৃণভাবে এবং সাবলীল ভাবে সঞ্চালনা করেন চন্দ্রপ্রকাশ সরকার  মহাশয় ও আলকাবিরা খানম মহাশয়া। এছাড়াও বিশিষ্ট শ্রদ্ধেয় যে সকল ব্যক্তিরা মঞ্চে উপস্থিত ছিলেন তারা হলেন, প্রবীণ শিক্ষক সুনীতি কুমার বিশ্বাস, অধ্যাপক সনৎ কর,সাংবাদিক সংঘের সম্পাদক ও এই গ্রন্থের সম্পাদক বিপ্লব বিশ্বাস, অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখার্জি, মানবদরদি ডাক্তার ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ এ .হাসান, প্রমূখ। পুরো হলটি কানায়-কানায় ভর্তি হয়ে গেছিল। সভাপতির শেষ ভাষণ দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

রাজনীতির জগতে এইরকম মানবিক মুখ খুবই কম বললেই চলে এবং বর্তমানে তা প্রায় বিরল। রাজনীতির মানবিকীকরণ সৈয়দ বদরুদ্দোজা করতে চেষ্টা করেছিলেন।তিনি মনে করতেন সংসদীয় রাজনীতির মাধ্যমেই আপামর নিপীড়িত, শোষিত ,লাঞ্চিত ,বঞ্চিত মানুষের কল্যাণ সাধন সম্ভব।নিঃস্বার্থ এই মানুষটি দেশভাগ মেনে নিতে পারেননি। তাই নির্লোভ ,দেশপ্রেমিক এই মানুষটি এই দেশের  মাটি কামড়ে পড়ে ছিলেন আপামর পিছিয়ে পড়া মানুষের কল্যাণ সাধনের জন্য। বর্তমান রাজনীতিকে যেভাবে অমানবিক করে তোলা হয়েছে এবং হচ্ছে তা প্রতিহত করতে গেলে সৈয়দ বদরুদ্দোজার জীবন চর্চা এবং তার রাজনৈতিক দর্শন অবশ্যই অনুপ্রেরণা দেবে বলে আমার ধারণা। সৈয়দ বদরুদ্দোজা নিজেই একটি সংসদীয় মানবিক রাজনীতির প্রতিষ্ঠান। এই বইটি অবশ্যই পাঠকদের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। আজকেই প্রায় আড়াইশো  কপির মত বই বিক্রি হয়েছে। ৪৬৪  পাতার এই বইটির গ্রাহক মূল্য ছিল ৩৫০  টাকা। বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। আগ্রহী পাঠকরা নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন বইটি সংগ্রহের জন্য।

যোগাযোগ নম্বর:৯৭৩৩৫০৯৭৬৮.

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর