এবারের আইপিএলের জন্য নতুন স্পনসরের খোঁজ করতে হয়েছে বিসিসিআইকে। চিনা কোম্পানি ভিভো সরে যাওয়ার পর এবারে টাইটেল স্পনসর হয়েছে ড্রিম ইলেভেন। ফ্যান্টাসি গেমিং স্পেস কোম্পানি বিসিসিআইকে স্বত্ত্ব বাবদ ২২২ কোটি টাকা দিতে রাজি হয়েছে। ভিভো যা দিচ্ছিল তার এটা অর্ধেক। ভিভো দিচ্ছিল ৪৪০ কোটি টাকা।
১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। সেদিন গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে রানার্স আপ চেন্নাই সুপার কিংস। তাই তার আগে প্রকাশিত হল আইপিএলের নতুন লোগো। ইনস্টাগ্রামে এই লোগো দিয়ে বিসিসিআই অনুগামীদের মতামত জানতে চেয়েছে।