খেলা চলাকালে রোজা রাখতে পারবে না ফ্রান্সের ফুটবলাররা, ক্যাম্প ছাড়লেন মাহামাদু

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

২০০

ফ্রান্সের জাতীয় দলে থাকাকালীন কোনরকম রোজা রাখা যাবে না এই ঘোষণা দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন।

রোজা রাখা যাবে না এই ঘোষণা দেওয়ার পর দল ছেড়ে গেছেন ফ্রান্সের মিডফিল্ডার মাহামাদু ডিয়াওয়ারা। তিনি ফরাসি অনুর্ধ-১৯ দলের হয়ে খেলতেন।

এর আগে জার্মানির বিরুদ্ধে প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে ফ্রান্সে। সেই ম্যাচে ইবরাহিমা কোনাটে এবং উসমান ডেম্বেলেসহ কয়েকজন মুসলিম খেলোয়াড় ছিলেন। ইতিমধ্যেই জার্মানির সাথে ২-০ গোলে হেরেছে ফ্রান্স।

ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে,  খেলোয়াড়দের ইফতারের জন্য ম্যাচ বন্ধ করা হবে না। প্রশিক্ষণের সময় পরিবর্তন করা হবে না। ফুটবল ধর্মের জায়গা নয়।

ইতিমধ্যেই অনুর্ধ-১৬ দলের কোচ লিওনেল রুজেল, সিনিয়র দলের কোচ ডিদিয়ের দেশচ্যাম্পসসহ সকল ফরাসি জাতীয় দলের কোচরা নতুন নিয়মটি খেলোয়ারদের জানিয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর