রায়গঞ্জে প্রবল বজ্রপাতে আহত প্রায় ১২, মৃত ৩

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200710-WA0074

এনবিটিভি ডেস্ক: জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত ৩ মহিলা। আহত কমপক্ষে ১২ জন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কোকরাটুলির নুনিয়া গ্রামে। আহতরা বর্তমানে রায়গঞ্জ ব্লক হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, মৃতদের নাম শোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মন। সবারই বাড়ি নুনিয়া গ্রামে। কোকরাটুলির নুনিয়া গ্রামে এদিন জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন প্রায় ৩৫ জন। সেইসময়ই দুপুরে রায়গঞ্জে হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। তখনই নুনিয়া গ্রামের ওই জমিতে বাজ পরে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মনের। বজ্রপাতে গুরুতর আহত হয় আরও প্রায় ১২ জন। আহতদেরকে তড়িঘড়ি মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধনীরাম বর্মন নামে এক গ্রামবাসী জানিয়েছেন, “জমিতে ধান লাগাচ্ছি। ৩৫ জন মিলে জমিতে ধান লাগাচ্ছিলাম। সেইসময়ই বাজ পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আরও ১২ জন গুরুতর জখম হয়। তাঁদেরকে মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর