এনবিটিভি, ওয়েব ডেস্ক: বিনা বাধায় এফআইআর দায়ের মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। খারিজ হয় কলকাতা হাইকোর্টের রায়। এমনকি প্রধান বিচারপতিকে নতুন করে মামলা শুনে ফের সিদ্ধান্ত জানানোর নির্দেশ অবধি দেওয়া হয়।
শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানিতে বিচারপতিরা জানান, ২০ জুলাইয়ের নির্দেশ খারিজ করা হল। শুভেন্দুকে নিয়ে পুলিশের এফআইআরের মামলাটি নতুন করে শোনা হোক। তারপর বিচারপতি নতুন করে নির্দেশ দিক।