এনবিটিভি ডেস্ক,২৯শে আগস্ট: বেশ কিছুদিন ধরেই অসুস্থ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বারংবার চিকিৎসার কারণে হসপিটালে ভর্তি হতে হয়েছে জাপানের সবথেকে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের। তিনি জানান, তিনি চান না করোনার এই আবহে সরকারি কাজে কোনো ব্যাঘাত ঘটুক। একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ তাই ৬৫বছরের এই জাপানি নেতা পদত্যাগের মত বড়ো সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রের খবর, আবে জানিয়েছিলেন তিনি ঔষুধ খেয়ে বেশ কিছুদিন চেষ্টা চালিয়ে ছিলেন নিজেকে সুস্থ রেখে প্রশাসনিক কাজ গুলি করতে। তিনি আলরেটিভ কোলাইটিস রোগে আক্রান্ত। গত জুন মাস থেকে শরীরে এই সমস্যা চাগাড় দিয়ে ওঠে।