রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে একশো দিনের কাজ বয়কট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার মন্তেস্বর ব্লকের শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শুশুনিয়া গ্রামের রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে একশো দিনের কাজ বয়কট করলো মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েত এলাকার শুশুনিয়া গ্রামের বাসিন্দারা।শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত চত্বরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মন্তেশ্বর বিডিওর কাছেও গ্রামবাসীদের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আবেদন জানানো হয়।

গ্রামবাসীদের অভিযোগ বিগত কয়েক বছর ধরে সংস্কারের অভাবে গ্রামের মূল রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নিকাশি নালা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই দীর্ঘদিন রাস্তার ওপর জল জমে রাস্তায় গভীর গর্ত তৈরি হয়েছে। শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তথা শুশুনিয়া গ্রামের বাসিন্দা পার্থ ঘোষ কে একশো দিনের কাজে নিকাশি নালা গুলি সংস্কারের জন্য বার বার জানানো সত্বেও কোন কাজ হয়নি। অভিযোগের প্রত্যুত্তরে প্রধান জানান, বর্তমানে ক্যানেল সংস্কারের কাজই চলবে। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা এদিন কাজ বয়কট করেছেন।
যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপির লোকজন গ্রামের একশ্রেণীর মানুষকে ভুল বুঝিয়ে গ্রামে অশান্তি সৃষ্টি করতে চাইছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, এ দিনের ঘটনা সম্পূর্ণ গ্রামবাসীদের ক্ষোভ। বিজেপির সঙ্গে এর কোন যোগ নেই।পাশাপাশি এদিনই, মন্তেশ্বরের জামনা গ্রাম পঞ্চায়েতের কুলে গ্রামের একদল বাসিন্দা রাস্তা সংস্কারের দাবিতে মন্তেশ্বর ব্লকে লিখিত আবেদন জানান ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর