বাড়ির ছাদ নয় যেন আস্ত বাগান, সবুজ রক্ষার্থে এমনই বার্তা সেন্টু খানের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

বাড়ির ছাদে ফুল বাগানে সেন্টু খান।
বাড়ির ছাদে ফুল বাগানে সেন্টু খান।

এনবিটিভি, মালদাঃ  যেখানে এই পৃথিবীতে সবুজ বিপন্ন সেখানেই সবুজ রক্ষার আপ্রাণ চেষ্টা করে চলেছেন একদল মানুষ। আর সেই একদল মানুষের মধ্যে রয়েছেন সেন্টু খানও। মালদা জেলার বাঙ্গীটোলার কাশিমবাজার এলাকার বাসিন্দা সেন্টু খান। ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা। বরাবরই ভালোবাসেন গাছ রোপণ করতে ও গাছের পরিচর্যা করতে। আর সেই সখ থেকেই বাড়ির ছাদে বানিয়ে ফেলেছেন আস্ত বাগান।

তিনি বলেন, তার এই ছাদে শতাধিকেরও বেশি ফল ও ফুলের গাছ আছে। এছাড়া করেছেন বিভিন্নরকম সবজির চাষও। আপেল, কমলালেবু থেকে শুরু করে আছে দারুচিনি ও লবঙ্গের গাছ। তার এই বাগান দেখতে ভিড় জমায় আশেপাশের গ্রামের লোকজন। এসে দেখে যায় তার এই সখের বাগানছাদ।

 তিনি আরও বলেন, পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি ও গোটা পৃথিবীর সবুজ রক্ষার্থের বার্তার জন্যই তৈরি এই সখের বাগানঘর।

তিনি বলেন, হটিক্যালচার এর কাছ থেকে যদি কিছু আর্থিক সুবিধা পান তাহলে বেকার যুবকদের নিয়ে বাণিজ্যিক ভাবে চাষ করবেন ফল ও ফুলের চাষ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর