এনবিটিভি ডেস্ক: এক সময় দলে গুরুত্ব থাকলেও, এখন আর তাঁর কদর নেই বলে অভিযোগ। সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে বাদ দেওয়া হয়েছে তাঁর অনুগামীদের। এতেই অপমানিত বোধ করেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
দলীয় অনুগামীদের সঙ্গে কথা বলার পর ক্ষোভ উগরে দেন তিনি। রবীন্দ্রনাথ বলেন, এখন দল নিয়ে ভাবতে হবে, নতুন কোনও দলে যোগ দেব কিনা তাও ভাবতে হবে। যারা অন্যায় করছে, তারাই এখন দল পরিচালনার দায়িত্বে। আমরা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তাদের এক প্রকার দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
চারবার বিধায়ক হয়েছেন রবীন্দ্রনাথ। ২০০১ সালে প্রথমবার বিধায়ক হন তিনি। ২০০৬, ২০১১ ও ২০১৭ সালেও বিধায়ক হন। একবার মন্ত্রীও হয়েছিলেন। মাস্টারমশাই হিসেবে তাঁর ইমেজও ক্লিন। এহেন একজনকে ‘অপমান’ করায় ক্ষুব্ধ সিঙ্গুরবাসীও।