মালদার মোথাবাড়ি থানার পুলিশ এর উদ্যোগে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি পালন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot 2021-12-16 151328

মালদার মোথাবাড়ি থানার পুলিশের উদ্যোগে বাইক র‍্যালির মাধ্যমে “সেফ ড্রাইভ সেভ লাইফ” সপ্তাহ কর্মসূচি পালন করা হয় বৃহস্পতিবার। মোথাবাড়ি চৌরঙ্গি মোড় থেকে গ্রীন মার্কেট পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে মোটর বাইক র‍্যালিটি আবার এসে মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে শেষ হয়। এরপর মোথাবাড়ি থানার সিভিক ভলেন্টিয়ার ও স্কুলপড়ুয়াদের নিয়ে সচেতনতা সভা করা হয়।

মোথাবাড়ি থানার পুলিশ এইদিন এই বার্তা জনসাধারণের কাছে পৌঁছাতে চায় যে, হেলমেট পরে বাইক চালাতে হবে, মদ্যপান করে গাড়ি চালানো নিষিদ্ধ। তাদের স্লোগান ছিল ‘যদি চান বাঁচতে গাড়ি চালান আসতে’ । এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কলিয়াচক ২ এর বিডিও সাহেব রমাল সিং বীরদি, রতুয়া সি. আই সুজন কুমার দাস ও মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জীসহ সমস্ত পুলিশ অফিসার ও পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর