এনবিটিভি, ওয়েব ডেস্ক: ১২ বছরের নাবালিকার ধর্ষণে অভিযুক্ত দুই ব্যক্তির বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার। শনিবার তাদের বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার। পেশায় তারা দিনমজুর বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল সাতনা জেলার বাসিন্দা ওই নাবালিকা। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এরপর শুরু হয় খোঁজ। শুক্রবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় কিশোরীকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা অত্যন্ত সংকটজনক।