নিউজ ডেস্ক : মহাকাশ বিজ্ঞানের বিশ্বে এবং মানব ইতিহাসে প্রথমবার সূর্যের বায়ুমণ্ডলের কাছাকাছি পৌঁছেছে মানব তৈরি যান। নাসার পার্কার সোলার প্রোব সূর্যের উপরের বায়ুমণ্ডল স্পর্শ করে ফেলেছে। সফলভাবে সেখানে পৌঁছেছে এই যানটি। এখান থেকে এটি সূর্যের কণা এবং চৌম্বকক্ষেত্র সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। যদিও এখনও সূর্যের আরও কাছাকাছি পৌঁছতে সময় লাগবে।
তবে এই আনন্দে কিন্তু সূর্যের ধারেকাছে যাওয়া যায় না। তাকে দূর থেকে দেখাই ভাল। কাছে গেলেই পুড়ে ছাই হতে হবে। কিন্তু নাসার মহাকাশ যান সূর্যের কাছে পৌঁছে গেছে। সেখান থেকে অত্যাশ্চর্য সব ছবি পাঠিয়েছে সে। হয়তো ভাবছেন এসব গল্পকাহিনি। না। নাসার ‘পার্কার সোলার প্রোব’ সূর্যের বায়ুমণ্ডলে ঢুকে পড়েছিল। অদ্ভুত ব্যাপার হল, সূর্যের পিঠের তাপমাত্রার চেয়ে তার বায়ুমণ্ডলের তাপমাত্রা ১০ লক্ষ গুণ বেশি। অথচ সূর্যের এই ভীষণ উত্তাপের উৎস তার ভেতরে অবস্থিত পারমাণবিক চুল্লী। হিসেবমতো সূর্যপৃষ্ঠই বেশি গরম হওয়া উচিত। কিন্তু তা নয়। এই রহস্যের খোঁজেই সূর্যের বায়ুমণ্ডলের দিকে পাড়ি দিয়েছিল নাসার পার্কার সোলার প্রোব।
দুই মিলিয়ন ডিগ্রি ফারেনহাইটের চরম পরিবেশে পার্কার যে শুধু টিকে গিয়েছে এমন নয়; করোনাতে প্রবেশ করে সূর্যের প্রবল মাধ্যাকর্ষণ, চৌম্বক ক্ষমতার সঙ্গে লড়াই করে সৌরপদার্থের নমুনা সংগ্রহ করে পার্কার। পার্কারের এই সফল অভিযানে বিজ্ঞানীদের মনে আশা জন্মেছে।