ডোমকলঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১০ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে চলছে এসডিপিআই-এর বিক্ষোভ প্রদর্শন। তাঁরই অংশ হিসাবে শুক্রবার মুর্শিদাবাদের ডোমকল বাজারে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এদিনের বিক্ষোভ মিছিলটি ডোমকলের পুরাতন বিডিও মোড় থেকে শুরু করে গোটা বাজার ঘুরে রবীন্দ্র মোড়ে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে সমাপ্ত হয়। এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এসডিপিআই -এর দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি রাহিদ হোসেন মন্ডল, জেলা সাধারণ সম্পাদক মাসাদুল ইসলাম, জেলা সম্পাদক তরুণ কুমার পাল, রানিনগর বিধানসভা কেন্দ্রের সভাপতি গোলাম হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।
এইদিনের সভা থেকে পেট্রোল,ডিজেল- সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিজেপি সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় এসডিপিআই -এর নেতৃত্ব।