ডক্টর শেখ শাহাদাত হোসেন
পুরুষ তুমি নিজকে জানো
অন্য কাউকে জানার আগে
ওড়না ছাড়া মেয়ে দেখে
যৌবনে কি শিহর জাগে?
নারীর মুখে না তাকিয়ে
বুকে কি চোখ আটকে থাকে?
বাদ যায় না কোনো নারী!
‘মাল’ মনে হয় বোনকে, মাকে?
নারী নিয়ে অশ্লীলতায়
ভরপুর সব ওয়াজ শুনে
টগবগিয়ে উন্মাদনা
জাগে নাকি তোমার খুনে?
বাসের ভেতর ঠাসাঠাসি
তার ভেতরে আটকা নারী
কায়দা মতোন গুঁতো দিতে
কনুই করে বাড়াবাড়ি?
রাতের বেলা একটা মেয়ে
একলা যখন পথে হাঁটে
কল্পনাতে জিহবা তোমার
মেয়ের সারা অঙ্গ চাটে?
নারীকে কি তেঁতুল লাগে?
দেখেই ঝরে মুখের লালা?
তোর ভেতরেই রেপিস্ট ঘুমায়
তুই আগামী রেপিস্ট। শালা!