এনবিটিভি ডেস্ক: রানীগঞ্জ NH 2 সার্ভিস রোডের বেহাল অবস্থা যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে গাড়ি চালকদের। আজ DYFIএ এর পক্ষ থেকে রানিসায়ের ও বাঁশ রা অঞ্চলে সার্ভিস রোড অবরোধ করে । পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।তাদের দাবি রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত বারবার NH2 কর্তৃপক্ষকে চিঠি করা সত্যও অবস্থার উন্নতি হয়নি ।আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় এই সার্ভিস রোডের অবস্থা উন্নতির জন্য কোন পদক্ষেপ নিচ্ছে না যার ফলে দৈনদিন দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। আমাদের দাবি এই সার্ভিসে রোডের অবস্থার উন্নতি না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।