এনভিটিভি, ওয়েব ডেস্ক: রবিবার সকাল থেকেই আলোচনায় পাওয়ার হাউস। অজিত পাওয়ার, ক্ষোভে, বিদ্রোহে এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছেন রবিবার সকালে। তার আগে বেশ কিছু বিধায়কদের নিয়ে বৈঠকেও বসেছিলেন তিনি। কিন্তু এসব জানতেন শরদ পাওয়ার। রবিবারই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদ পান অজিত। দিনভর অজিত ইস্যুর পর এবার নীরবতা ভাঙলেন খোদ শরদ পাওয়ার। বললেন, দুর্নীতির অভিযোগ মুক্ত হল হল। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেছেন বর্ষীয়ান নেতা। তিনি বলেন, ‘ দুদিন আগেই প্রধানমন্ত্রী এনসিপি সম্পর্কে বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন এনসিপি সমাপ্ত হয় গিয়েছে। তিনি দুর্নীতির অভিযোগ করেছিলেন।’ অজিত পাওয়ার সহ ৯ জনের এনডিএ সরকারে শপথ নেওয়ার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘আমার দলের কয়েকজন সহকর্মী শপথ নিলেন। এবার সব অভিযোগ থেকে অমর মুক্ত।’ বর্ষীয়ান নেতা শীঘ্রই সত্য প্রকাশ্যে আসার কথাও বলেছেন আজ। অন্যদিকে এই পরিস্থিতিতে শরদ পাওয়ারকে ফোন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন খোদ শরদ পাওয়ার। পাশে থাকার বার্তা দিয়ে ফোন করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উল্লেখ্য, আগামীকাল দলের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন শরদ পাওয়ার।
