শিস আয়োজিত কবিতা পাঠ ও সাহিত্য-আড্ড দাগ কাটে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200922-WA0012

বিশেষ প্রতিবেদক, ভাঙড়:

করোনার একঘেয়েমি থেকে মন ভালো রাখতে শিস-এর উদ্যোগে ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার সকাল ১১ থেকে সাহিত্য-আড্ডা ও কবিতা পাঠের আসর ছিল বেশ জমজমাট। রাজনীতি-বিতর্ক ছাড়াই কবিতা পাঠ ও সাহিত্যের বিষয় নিয়ে আলোচনা সকলকে মুগ্ধ করে।

শিস-এর ডিরেক্টর এম এ ওহাব ও সভানেত্রী সাবিত্রী পাল-এর আহ্বানে কবিতা পাঠ করেন কবি আবদুর রব খান, রাজু মণ্ডল, লালমিয়া মোল্লা, ফারুক আহমেদ, সহানুর ইসলাম, হাসনাহেনা বেগম প্রমুখ।

ভাঙড়ে সাহিত্য চর্চা যথেষ্ট গুণ সম্পূর্ণভাবে পূরণ করতে প্রতিনিয়ত সাহিত্য আড্ডার মধ্যে দিয়ে সমৃদ্ধ প্রয়াস সার্থক করতে শিস বিশেষ ভূমিকা গ্রহণ করলো এদিন। প্রতি তিনমাস অন্তর সাহিত্য সভার আয়োজন সফল করতে শিস বড় উদ্যোগ নিল।
সাহিত্য সংস্কৃতির বিকাশ অব্যাহত রাখতে ভাঙড় এলাকার প্রতিভাদের তুলে আনতে শিস-এর ডিরেক্টর অভিনবত্বের বিষয় উত্থাপিত করেন এদিন।

ঘটকপুকুর নজরুল-সুকান্ত পাঠাগারটি দীর্ঘদিন ধরে তালা বন্ধ। ফারুক আহমেদ এদিন বলেন, পাঠাগারটি চালু করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এদিন উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সাহিত্য প্রেমী মানুষ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর