নেশা করলে মিলবে না সরকারি চাকরি, আসছে নতুন নিয়ম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210531_093253

নিউজ ডেস্ক : সরকারি চাকরি পাওয়া এখন ভারতে খুব বড়ো স্বপ্ন। ঠিক যেন সোনার হরিণ পাওয়ার খেলা। কিন্তু অতি কষ্টে জোগাড় করা এই চাকরি আপনি হারাতে পারেন যদি আপনি কোনো ধূমপান বা তামাকজাত জন্য দ্রব্যের নেশার সঙ্গে জড়িত থাকেন। আর যারা চাকরি করতে চান তাদেরকে হলফনামায় জানতে হবে তারা অফিসে বা তাদের বাড়িতে কোনো রকম নেশা করবেন না। তবেই মিলবে সরকারি চাকরি। জনস্বাস্থ্য এর কথা মাথায় রেখে এই অভিনব উদ্যোগ নিতে যাচ্ছে ঝাড়খণ্ডের হেমন্ত শোরেন সরকার।

 

সরকারি ভাবে জানানো হয়েছে, রাজ্যে তামাকজাত সব ধরনের দ্রব্যের সেবন নিষিদ্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু সরকারি কার্যালয়ে নয় বেসরকারি সব অফিসেও তামাক মুক্ত এলাকা বলে সাইনবোর্ড লাগতে হবে। তামাকজাত যেকোনো নেশা দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, গুটখা, পান মশলা, খৈনি ইত্যাদি থেকে শুরু করে হুঁকো বা ই সিগারেট সব কিছুই পড়ছে নিষেধাজ্ঞার আওতায়। তবে যেহেতু এই সব নেশা কাটাতে নেশাকারিদের একটু সময় প্রয়োজন তাই সরকার তাদেরকে প্রায় এক বছর সময় দেবে বলে জানা গিয়েছে। নতুন এই নিয়ম কড়া ভাবে লাগু হবে আগামী বছর ১ লা এপ্রিল থেকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর