সরকারি মাদ্রাসাকে স্কুলে রূপান্তরিত করার সিদ্ধান্ত অসম সরকারের, তুলে দেওয়া হবে সরকারি টোলও, জানালেন মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201018-WA0004

অসম,১৮ অক্টোবর, এনবিটিভি: অসমে স্কুলের পাশাপাশি সরকারি অনুদানে চলে মাদ্রাসাও। এবার এই মাদ্রাসাগুলিকে সাধারণ স্কুলে পরিণত করা হবে। শনিবার এমনই জানালেন মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অভিন্নতা আনতেই এই সিদ্ধান্ত জানান তিনি।

হিমন্ত বলেন, মাদ্রাসা বোর্ড ভেঙে দেওয়া হবে। সাধারণ স্কুল ও মাদ্রাসার মধ্যে অনুদানের ক্ষমতা রাখার নোটিশ তুলে নেওয়া হবে। সব সরকারি মাদ্রাসা সাধারণ স্কুলে রূপান্তরিত করা হবে। বন্ধ করে দেওয়া হবে টোলগুলিও।তিনি আরো বলেন, বেসরকারি মাদ্রাসাগুলি বন্ধ করা হবে না, তবে সেখানে অংঙ্ক ও বিজ্ঞান পড়াতে হবে। সম্মান করতে হবে সাংবিধানিক নির্দেশকে। মন্ত্রী বলেন, জনগণের টাকায় কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না।
এ প্রসঙ্গে AIUDF এর নেতা তথা সাংসদ, বদরউদ্দিন আজমল বলেন, আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসে আমরা ফের খুলে দেব বন্ধ করে দেওয়া মাদ্রাসা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর