সরকারি মাদ্রাসা বন্ধের বিরুদ্ধে গর্জে উঠলো মুসলিম স্টুডেন্ট ফেডারেশন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201020-WA0009

দিশপুর,২০ অক্টোবরঃ

আজ দিশপুর প্রেস ক্লাবে মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে MSF এর আসাম রাজ্যিক কমিটির সভাপতি তৌছিফ হুসাইন রেজা, রাজ্যিক কমিটির সাধারণ সম্পাদক দাহার উদ্দিন খান, উনারা নিজেদের বক্তব্যে বলেন যে সরকারের মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক ও সাম্প্রদায়িক। সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন যে বিজেপি সরকার কেন্দ্র ও রাজ্য ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলিম বিদ্বেষী ও অসাংবিধানিক কার্যকলাপে লিপ্ত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে হিমন্তবিশ্ব শর্মা একের পর এক মুসলিম বিদ্বেষী মন্তব্য ও কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। উনারা হিমন্তবিশ্ব শর্মাকে জানিয়ে দেন যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীও একজন মাদ্রাসা পড়ুয়া ছিলেন। সরকারকে এই সাম্প্রদায়িক সিদ্ধান্তের পুনর্বিবেচনার আহ্বান জানান। সর্বশেষ বলেন যে সরকার যদি তার সিদ্ধান্তে অটল থাকে তাহলে এই সাম্প্রদায়িক সিদ্ধান্তের বিরুদ্ধে গুয়াহাটি উচ্চ আদালতে মামলা করবে মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের।

উক্ত সভায় উপস্থিত ছিলেন আসাম রাজ্যিক কমিটির সভাপতি তৌছিফ হুসাইন রেজা, রাজ্যিক কমিটির সাধারণ সম্পাদক দাহার উদ্দিন খান বরাক জোনের ইনচার্জ মৌলানা বদরুল হক, রাজ্যিক কমিটির কার্যকরী সদস্য নিজাম উদ্দিন, বরপেটার জেলা সভাপতি সাহিদুল আলম, আশিক রব্বানী প্রমুখ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর