দীর্ঘদিন ধরে বেহাল রাজ্য সড়ক, সংস্কারের দাবীতে পথ অবরোধ রতুয়ায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210826-WA0013

রতুয়া ,২৫ আগস্টঃ বেহাল রাজ্য সড়ক সংস্কারের দাবীতে মালদা জেলার রতুয়ার স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করলেন। স্থানীয়দের অবরোধের জেরে প্রায় এক ঘন্টা রতুয়া মানিকচক সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। রাজ্য সড়কে আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ পুলিশ ভ্যান। পরে প্রশাসন রাস্তা সংস্কারের আশ্বাস দিলে, অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

রতুয়া তারাশহর মোর থেকে রতুয়া ব্লক অফিস গেট অবধি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে যাওয়ায়, বর্ষায় মানুষের বিপত্তির শেষ থাকেনা। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবী জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি।

এর প্রতিবাদে বুধবার রাজ্য সড়ক অবরোধ করেন এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত প্রাশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবিলম্বে সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে, লাগাতার অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রতুয়া ১নং ব্লকের বিডিও রাকেশ টোপ্পো জানান, “বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে খুব তারাতারি সড়ক সংস্কার করা হবে”।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর