রাস্তার দাবিতে গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের তালা মেরে বিক্ষোভ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200825-WA0074

এনবিটিভি ডেস্ক, সফিকুল আলম :
রাস্তার দাবিতে গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ।ঘটনাটি ঘটেছে
মালদহের চাঁচল ২ নাম্বার ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতে।

গৌরহন্ড কলোনি পাড়া থেকে গৌরহন্ড ও মুসলিম পাড়া হইতে সুতি সাদিপুর গ্রাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা ১০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে দাবি বিক্ষোভ কারীদের।

স্থানীয় বাসিন্দা সাকির আলী,আজাদ আলী ও ছোটন আলীরা বলে দীর্ঘ ১০ বছর ধরে বেহাল দশা এই রাস্তার।প্রধান এবং বিডিও কে লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়াও তারা যে আজকে গ্রামবাসী মিলে এক সাথে বিক্ষোভ করছে এবং পঞ্চায়েতের মূল ফটক তালা দিয়ে বন্ধ করেছে তাও জানান।

পুলিশ সূত্রে খবর, ৪ ঘণ্টা বিক্ষোভ চলার পর চাঁচল থানার পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে কথা বলে ।তারপর বিক্ষোভ কারি এবং পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য এক বৈঠক করেন।তারপর তারা সিদ্ধান্তের পর বিক্ষোভ তুলে নেন।

গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত সরকার বলেন বিক্ষোভকারীদের সাথে কথা হলো ।তাদের প্রতিশ্রুতি দিলাম ৭ দিনের মধ্যে রাস্তাতে টুকরো ইট ও রাবিশ দিয়ে আপাদত মেরামত করে দেবো এবং ৩ মাসের মধ্যে ওই এলাকার রাস্তা গুলো ঢালাই করে দেওয়া হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর