নিউজ ডেস্ক : অক্লান্ত, অদম্য লক্ষ লক্ষ কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিল্লির অদূরে। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে প্রবল শীতের মধ্যে ২৬ শে নভেম্বর থেকে চলমান এই আন্দোলন তুলে নেওয়ার জন্য বেশ কয়েকবার বৈঠক হয়েছে কেন্দ্র এবং কৃষক সংগঠনগুলোর মধ্যে। কিন্তু মেলেনি কোনো রফা সূত্র। কৃষক সংগঠনগুলো কড়া নাড়াচ্ছে সুপ্রিম কোর্টের দরজা। সেই পরিপ্রেক্ষিতে আপাতত কেন্দ্র সরকারকে কৃষি আইনের বাস্তবায়ন স্থগিত রাখতে বলল সুপ্রিম কোর্ট।
গতকাল প্রধান বিচারপতি শরৎ বোবদের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই রায় দিয়েছে। কেন্দ্রের তরফ থেকে আইনজীবী হরিশ সালভে বলেন, কোনো অধিকারই চূড়ান্ত নয়, আন্দোলনের অধিকার হোক বা অন্য কোনো অধিকার। একজনের অধিকার অন্য কারো অধিকারকে খর্ব করতে পারে না। প্রধান বিচারপতি বলেন, এই ব্যাপারে অনেক বার আলোচনায় যেহেতু কোনো ফল মেলেনি তাই আলোচনায় আপাতত কোনো ফল মিলবে না। তাই তিনি কৃষকদের প্রতিনিধি দের নিয়ে একটি কমিটি গড়ার নিদান দেন।
আদালত জানিয়েছে, কৃষক আন্দোলনের স্বীকৃতি দিচ্ছে বেঞ্চ কিন্তু কৃষক আন্দোলন কি এমন ভাবে হতে পারেনা যাতে অন্য কারো অধিকার নষ্ট না হয়, যাতে কারো সম্পদ বা জীবনহানি না হয়?