দেখে নিন একনজরে! কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

9f3be615-95d9-4c0a-9522-ea95a408e1cf-RAIN

পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ জেলাগুলিতে চলছে বৃষ্টিপাত। গতকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আজ শহরের আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টিপাত হবে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার ফলেই বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে। ২৫ তারিখ পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

ভারী বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া দুই মেদিনীপুরে। অর্থাত্‍ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় আজ ভারী বৃষ্টিপাত হবে। তবে নিম্নচাপের জেরে যে বৃষ্টিপাত হতে চলেছে তাতে গরম থেকে এখনই মুক্তি পাওয়া যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর