এনবিটিভি, ওয়েব ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার পরেই সিদ্ধান্ত বদল করলেন তামিম ইকবাল। অবসরের সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। হাসিনা তাঁকে দেড় মাসের ছুটি দিয়েছেন। ছুটি কাটিয়ে এশিয়া কাপে ফিরবেন তামিম।
এদিন হাসিনার সঙ্গে তামিমের সাক্ষাতের সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তিনিও প্রথমটায় বুঝে উঠতে পারেননি তামিমের অবসরের সিদ্ধান্তের কারণ। দলের সতীর্থরাও বিস্মিত হন। সেকথা সাংবাদিক বৈঠকে এসে বলেন দেশের নতুন অধিনায়ক লিটন দাস। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচের জন্য লিটনকেই ক্যাপ্টেন করা হয়েছে।