পশ্চিমবঙ্গ উলামা বোর্ডের ১ম রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হল ফুরফুরা দরবার শরীফে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

photo_2021-12-19_14-51-36

ফুরফুরা শরীফ, হুগলী: পশ্চিমবঙ্গ উলামা বোর্ড হল একটি সম্পূর্ণ বেসরকারি প্রতিষ্ঠান। এই বোর্ডের দ্বারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীদের দ্বারা ক্বারী কোর্স, বেসিক কোরআন কোর্স- (মহিলা ও পুরুষদের জন্য), মুফতি কোর্স, স্পোকেন আরবি কোর্স, স্পোকেন ইংলিশ, বাইতুল ফাণ্ড, ফতোয়া বিভাগ, এছাড়াও সারা বছর ধরে এই বোর্ড বিভিন্ন ভাবে সমাজসেবা মূলক কাজ কর্ম করে থাকে।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল, উলামা বোর্ডের সারা বছরের কর্মকাণ্ড তুলে ধরা, বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা। বোর্ডের ছাত্রদের উদ্যেশে বক্তব্য পেশ ও বোর্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণে সাধারণ মানুষের উৎসাহ করা। অনুষ্ঠান শেষে অনলাইন ফতোয়া বিভাগ, বাইতুল ফাণ্ড, ইত্তেহাদুল মাদারিসে ইসলামীয়া মাগরিবে বাঙ্গাল এর উদ্ধোধন করা হয় ফুরফুরা শরীফের অন্যতম মেহরাব সিদ্দিকী ও উপস্থিত আলেম ওলামাদের হাত দিয়ে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলামা বোর্ডের কন্ট্রোলার ফুরফুরা শরীফের মেহরাব উদ্দিন সিদ্দিকী, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, উলামা বোর্ডের রাইরেক্টর মাওঃ মুফতি আমানুল্লাহ, সৈয়দ লাবিব আবান, মাওঃ খয়রুজ জামান, মাওঃ সাবির হোসেন প্রমুখ।

এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, উলামা বোর্ডের জেলা নেতৃত্বে সহ কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ আমানুল্লাহ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর