এনবিটিভি, ওয়েব ডেস্ক: বিরোধীদের আপত্তি উড়িয়ে বিধানসভায় ভোটাভুটিতে পাশ হল দ্য ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি ল (অ্যামেন্ডমেন্ট) বিল বা সার্চ কমিটি সংক্রান্ত বিল। ১২০-৫১ ভোটে বিলটি পাশ হয়ে যায়। এই বিল আইনে পরিণত হলে সার্চ কমিটিতে থাকবেন রাজ্যপালের প্রতিনিধি, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, ইউজিসি-র চেয়ারম্যানের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধি ও উচ্চ শিক্ষাদপ্তরের প্রতিনিধি। মোট ৫ জনকে নিয়ে তৈরি হবে কমিটি, যার হাতে থাকবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষমতা।
বিলটি আইনে পরিণত হলে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা খর্ব করে রাজ্য সরকারের হাতে চলে যাবে, এই আপত্তি তুলে শুক্রবারই রাজভবনে গিয়েছেন বিজেপি বিধায়করা। এই আইনের বিরোধিতার কথা তাঁরা জানান রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে।