আবারো মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।
তিনি বলেন, হিন্দুরা সাম্প্রদায়িকতা ছড়ায় না। কেবল নির্দিষ্ট একটি ধর্মের মানুষই সাম্প্রদায়িকতা ছড়ান।
তাঁর মতে, বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ঢেলে ভোট দিয়েছেন কংগ্রেসকে। তাঁরা ভুলে গিয়েছেন বিজেপি কত উন্নয়নমূলক কাজ করেছেন। তার মতে সাম্প্রদায়িকতার বিষ ছড়ান নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষই।
লোকসভা নির্বাচনে অসমে মাত্র তিনটি আসন পেয়েছে কংগ্রেস। মোট ৩৯ শতাংশ ভোট পড়েছে কংগ্রেসের ঝুলিতে। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৪৭ শতাংশ ভোট। ১১টি আসন পেয়েছে তারা।
ভোটের ফলাফল বিশ্লেষণ করে তিনি বলেন, কোনও সুবিধা না পেলেও দিনের পর দিন ধরে কংগ্রেসকেই ভোট দিয়ে এসেছেন সংখ্যালঘুরা। ভোটের এই চিত্র থেকেই পরিষ্কার যে হিন্দুরা সাম্প্রদায়িকতা ছড়ায় না। অসমে কেউ যদি সাম্প্রদায়িকতা ছড়ায় সেটা একটি মাত্র সম্প্রদায়, একটাই ধর্ম। অন্য কোনও ধর্মের মানুষ সাম্প্রদায়িকতা ছড়ান না।