কান্দির পুরভোটের আগে কর্মসংস্থানের দাবীতে প্রতিবাদ সভার ডাক কংগ্রেসের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

বক্তব্য দিচ্ছেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
বক্তব্য দিচ্ছেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

জৈদুল শেখ, কান্দীঃ মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে পৌর নির্বাচনের আগে প্রতিবাদী সভার আয়োজন করল কংগ্রেস। এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রতিবাদসভার স্লোগান ছিল “কর্মসংস্থান চায়, ভাওতা নয়, ভাতা নয়-ভাত চায়।”

এদিনে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্যে তৃণমূল ও বিজেপি উভয়কেই তুলোধোনা করেন।

তিনি বিনা পয়সার রেশনের ব্যাপারে বলেন, ২০১৩ সালে কংগ্রেসের তৈরি করা ‘খাদ্য সুরক্ষা’ প্রকল্পের জন্যই আজ মানুষ বিনা পয়সায় রেশন পায়।

অন্যদিকে তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা তুলে বলেন, যে জায়গায় রাজ্যের মহিলারা ৫০০ থেকে ১০০০ টাকা পাচ্ছেন, সেখানে মুখ্যমন্ত্রী গোয়ার মহিলাদের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটে জিতলে ৫০০০ হাজার টাকা করে দেবেন। এমন দ্বিচারিতা কেন।   

 এদিনের প্রতিবাদ সভা থেকে NRC নিয়ে তৃণমূল ও বিজেপি উভয়কেই আক্রমণ করে বলেন, “ভোটে এলেই NRC মাথা চাড়া দিয়ে ওঠে। আর NRC-কে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি-তৃণমূল উভয়েই।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর