এনবিটিভি, ওয়েব ডেস্ক: লোকসভায় পাশ হয়ে গেল দিল্লির অর্ডিন্যান্স বিল। বৃহস্পতিবারই লোকসভায় এই বিল নিয়ে আলোচনা শুরু হয়। তারপরেই সভাকক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধীরা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে আমলাদের নিয়ন্ত্রণ করে নিজেদের দুর্নীতি ঢাকতে চাইছে দিল্লির আপ সরকার। ২০১৫ সালে আপ দিল্লির ক্ষমতায় আসার আগে আমলাদের পোস্টিং বা বদলি নিয়ে কোনও সমস্যা ছিল না। কিন্তু কেজরিওয়ালের আমলেই আমলাদের নিয়োগ সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে। সংবিধান অনুযায়ী, দিল্লির আইন প্রণয়নের অধিকার রয়েছে কেন্দ্র সরকারের। সেই কথা মাথায় রেখেই পেশ করা হয়েছে অর্ডিন্যান্স বিল।
কেজরিওয়ালের পাশাপাশি বিরোধীদের ইন্ডিয়া জোটকেও তোপ দাগেন অমিত শাহ। তিনি বলেন, “বিরোধী দলগুলিকে বলতে চাই, শুধুমাত্র জোটে রয়েছেন বলেই দিল্লির সমস্ত দুর্নীতিকে সমর্থন করবেন না। কারণ আপনাদের জোট থাকলেও বিপুল জয় পেয়ে ক্ষমতায় ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”