দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল, সুস্থ ১ লাখেরও বেশি মানুষ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200603-WA0078

এনবিটিভি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা সংক্রমিতের সংখ্যা ৮,৯০৮ জন। এনিয়ে বুধবার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,০৭,৬১৪। একদিনে মারা গিয়েছেন ২১৭ জন। মোট মৃতের সংখ্যা ৫,৮১৫। তবে গত ২ মাসের মধ্যে বুধবারই প্রথম মহারাষ্ট্রে সংক্রমণের বৃদ্ধির হার দেশের গড়ের তুলনায় কমেছে। পরপর তিনদিন এই অবস্থা বজায় রয়েছে সেখানে।

অন্যদিকে, আইসিএমআরের বিজ্ঞানী নিবেদিতা গুপ্তা জানিয়েছেন, ভারতে করোনা সংক্রমণ এখনও সর্বোচ্চ শিখরে পৌঁছয়নি। তা থেকে দেশ অনেক দূরে। সর্বোচ্চা শিখর বা পিক হল সেই অবস্থা যেখান থেকে দৈনিক সংক্রমণ কমতে শুরু করে। তবে অন্য দেশের তুলনায় ভারতের পরিস্থিতি ভালো বলে দাবিও করেছেন তিনি।

আইসিএমআরের নতুন সমীক্ষা জানাচ্ছে, আক্রান্তদের মাত্র ৭ শতাংশের জীবাণুর পরিমাণ অত্যন্ত বেশি। তার অর্থ, এই ধনের রোগীরা গড়ে ৬.২৫ জনকে সংক্রমিত করতে পারেন। ৮৪ শতাংশের দেহে জীবাণুর পরিমাণ কম, তাঁরা গড় ০.৮ শতাংশ লোককে সংক্রমিত করতে পারেন। ৯ শতাংশের শরীরে রয়েছে মাঝারি জীবাণুর বোঝা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, প্রতি ২ জন মৃত রোগীর একজনই বয়স্ক নাগরিক। মোট জনসংখ্যার তাঁরা ১০ ভাগ। ৭৩ মৃত শতাংশ রোগীর কো-মর্বিডিটি বা অন্য গুরুতর অসুস্থতা ছিল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর