যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের সামনে গায়ে আগুন দেওয়া মার্কিন এয়ারম্যান মারা গেছেন।
এর আগে রোববার দুপুর ১টার দিকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে তিনি আত্মহত্যার জন্য গায়ে আগুন দিয়েছিলেন বলে জানিয়েছে
মার্কিন সামরিক বিভাগ পেন্টাগন।
নিহত ওই সৈন্যের নাম এরন বুশনেল। তার বয়স ২৫ বছর। তিনি টেক্সাসের সান অ্যান্তোনিওর বাসিন্দা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গায়ে আগুন দেওয়ার আগে তিনি বলেছিলেনন, আর গণহত্যার সঙ্গে জড়িত থাকবেন না।
এর আগেও গত বছরের ডিসেম্বরে জর্জিয়ায় ইসরাইলি কনস্যুলেটের সামনে আরেক এক ব্যক্তি গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে।