সোমবারের মধ্যে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: বাইডেন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Capture

আগামী সোমবারের মধ্যে ইসরায়েল-হামাস সংঘাতের যুদ্ধবিরতি হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কাতারে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের নিয়ে চলমান আলোচনার পর তিনি বলেন, ‘আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছি। তবে এখনও আলোচনা শেষ করিনি। আমার আশা, আগামী সোমবারের মধ্যেই আমরা যুদ্ধবিরতি করব।’

এর আগে ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের বন্দুকধারীদের হামলার পর ব্যাপক হারে বিমান ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল।  ওই হামলায়  অন্তত ২৯ হাজার ৭৮২ জন নিহত হয়েছে।

দখলকৃত পশ্চিম তীরের কিছু অংশ পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহের সরকার পদত্যাগ করেছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর